ওয়াহিদুর রহমান : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন,আওয়ামী লীগ সরকার জনগনের সরকার। জনগণের ভোটে শেখ হাসিনা সরকার ফের ক্ষমতায় এলে উন্নয়নের ধারা বজায় থাকবে।এ সরকার যতটুকু উন্নয়ন করেছে অন্য সরকার তা পারেনি।তাই আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের স্বপক্ষে আপনাদের রায় চাই।আপনাদের ভোটে শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় এলে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
হিংসা বিদ্বেষ হানাহানি চাইনা।আমরা সকলকে নিয়েই সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই।
মন্ত্রী আরো বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সহিত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে অভাব।
দেশের লক্ষ-কোটি মানুষ তিন বেলা খেতে পাওয়াটা অতীব জরুরী। সবার আগে দারিদ্রতা দূরীকরণ অত্যাবশ্যক।সকলে মিলে সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই।
মন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন,শেখ হাসিনা কারো কথায় কান দেয়না।সংবিধান মোতাবেক নির্বাচন হবে।সংবিধান মেনে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়।
তিনি বিশ্ব মোড়লদের উদ্দেশ্যে বলেন, আমরা কারো গোলাম নই।আমরা স্বাধীন দেশের নাগরিক।আমরাও বিশ্বের ধনী দেশের মতো এগিয়ে যেতে চাই।
৩০ আগস্ট (বুধবার)সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে সৈয়দপুর গ্রামবাসীর পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ-সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভারত চন্দ্র জয় করেছে গায়ের শক্তিদিয়ে নয়। তারাও এক সময় আমাদের মতো গরীব দেশ ছিল। শিক্ষা ও মেধাশক্তি দিয়ে আজ তারা চন্দ্র জয় করেছে। একদিন আমরাও পারবো। এ জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আগে মিথ্যা কথা পরিহার করতে হবে। সততা, নিষ্টা, কর্ম-দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে আমরাও বিশ্ব জয় করতে পারবো।
উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইদুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সুনামগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
স্বাগত বক্তব্য দেন সৈয়দ আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। পরে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবন উদ্বোধন করেন।
এ ছাড়া তিনি এলজিইডি বাস্তবায়নে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসির কাজ ও ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে ৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।