বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়'১৫ বছর দেশে মানবাধিকার ছিল না'

‘১৫ বছর দেশে মানবাধিকার ছিল না’

বাংলাদেশ প্রতিবেদক: বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে দেশে কারোরই মানবাধিকার ছিল না। দেশে নির্বিচারে গুম, গুপ্তহত্যা ও বিচার বহির্ভূত হত্যা যেন আইনে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির নেতারা।

মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন অভিযোগ করেন।

তারা বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করাসহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। আওয়ামী শাসনামলে শুধু বিরোধীদলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী শিশুসহ কারোই কোনো নিরাপত্তা ছিল না।

মানবাধিকার দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য ছিল- আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন। এছড়া সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments