শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিবুড়িগঙ্গা নদীতে পাওয়া গেল যশোরের বিএনপি নেতার লাশ

বুড়িগঙ্গা নদীতে পাওয়া গেল যশোরের বিএনপি নেতার লাশ

কাগজ প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বুড়িগঙ্গা নদীতে যে লাশটি পাওয়া গেছে সেটি যশোরের বিএনপি নেতা আবু বকর। তিনি বলেন, যশোর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও চারবারের ইউপি চেয়ারম্যান আবু বকর আবু । তিনি বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিয়ে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার দেয়ার জন্য ঢাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। রিজভী বলেন, গত রোববার তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাবার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুড়িগঙ্গা নদীতে তার লাশ পাওয়া গেছে। তিনি আরো বলেন, এলাকার একজন জনপ্রিয় নেতা ও জনপ্রতিনিধি আবু বকর আবুকে নির্মমভাবে হত্যা করার পর লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয় হত্যাকারীরা।

কোটা সংস্কার আন্দোলনে এভাবেই একজন আন্দোলনকারীর লাশ ভেসে উঠেছিল বুড়িগঙ্গায় এ মন্তব্য করে রিজভী বলেন, সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে।

যশোর জেলা বিএনপি’র নেতা ও চারবারের একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে হোটেল থেকে তুলে নেয়া হলো, আর গায়েব করে হত্যা করার মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ফেলা দেয়া হলো।

রিজভী সরকারকে দোষারোপ করে বলেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এজেন্সির মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গোটা দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

রিজভী বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে, হত্যা করে লাশ নদী, খাল-বিল কিংবা রাস্তার ধারে ফেলে দেয়া হচ্ছে। আবু বকর আবু’র হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন বিএনপি’র এই নেতা।

সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ঢাকা মেডিকেল ইউনিট বিএনপি’র সভাপতি মো. আজিমকে বৃহস্পতিবার দুপুরে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেলেও এখনও পর্যন্ত স্বীকার করছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার সন্ধান মেলেনি। আমি অবিলম্বে মো. আজিমকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

এছাড়া সূত্রাপুর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাউসার আহমেদ, সূত্রাপুর থানা বিএনপি নেতা মজিবুর রহমান আনু এবং শ্রমিক দল সূত্রাপুর থানা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদকে গতকাল সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।

ময়মনসিংহ উত্তর জেলা গত ২০ নভেম্বর গৌরীপুর উপজেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপি’র সদস্য বাবুল মোড়ল, পৌর যুবদল নেতা মারফত আলী এবং মোজাম্মেলকে গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে এসব গ্রেফতার নেতাকর্মীদেরকে মুক্তির দাবি করেন রিজভী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments