শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিআমার শপথের খবর ভিত্তিহীনই নয়, রাবিশ: উকিল আবদুস সাত্তার

আমার শপথের খবর ভিত্তিহীনই নয়, রাবিশ: উকিল আবদুস সাত্তার

কাগজ প্রতিবেদক: শপথের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমার শপথ নেয়ার বিষয়ে পত্রপত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে, তা কেবল ভিত্তিহীনই নয়, এক কথায় রাবিশ।’
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির টিকিটে জয়ী জাহিদুর রহমান শপথ নেয়ার পর এ গুঞ্জন আরও জোরালো হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক প্রতিমন্ত্রী সাত্তার ভূঁইয়া বলেন, আমি শপথ নেব কী নেব না আমিই জানি না। অথচ আমাকে নিয়ে সংবাদ ছাপা হচ্ছে যে, আমি শপথ নিচ্ছি। বিষয়টি ভিত্তিহীন।
আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। র‌্যাব অফিসাররা খবর পাঠাচ্ছেন, তাদের সঙ্গে যেন আমি দেখা করি। এটা ভালোর জন্য, নাকি খারাপের জন্য তা জানি না। আমি সবার কাছে দোয়া চাই।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তির বিকল্প কিছু নেই। তাকে মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বিএনপি আরও শক্তিশালী দল হবে। গণজোয়ার সৃষ্টি হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, এমএ খালেক, তগদির হোসেন জসিম, মোস্তাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments