বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিআপাতত দেবর-ভাবির দ্বন্দ্বের অবসান: কাদের জাপা চেয়ারম্যান, রওশন বিরোধীদলীয় নেতা

আপাতত দেবর-ভাবির দ্বন্দ্বের অবসান: কাদের জাপা চেয়ারম্যান, রওশন বিরোধীদলীয় নেতা

সদরুল আইন: রওশন এরশাদ ও জিএম কাদের দ্বন্দ্বের বরফ গলতে শুরু করেছে আপাতত। জাতীয় পার্টির বিরাজমান সংকট নিরসনে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সমঝোতা বৈঠকে বসছেন রওশন এরশাদ ও জিএম কাদের পন্থীরা।

জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হবেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সূত্র জানায়, রাত ৯ টায় রাজধানীর গুলশানে শুরু হওয়া বৈঠক চলছে।

রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। এর আগে বেলা একটায় রওশন এরশাদের সংসদ কার্যালয়ে এমপিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকেই স্পিকারেরর কাছে প্রস্তাবনা যাচ্ছে, রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা মনোনীত করার। এরই মধ্যে তিনি শীর্ষ পর্যায় থেকে বিরোধীদলীয় নেতা হওয়ার সবুজ সংকেত পেয়েছেন।

এদিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পক্ষ থেকে শনিবারের অনুষ্ঠিতব্য বৈঠকের একটি চিঠি ইস্যু করা হয়েছে। যেখানে রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়ার বিষয়টি আগামীকাল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই আসনে এরশাদ পুত্র সাদকে মনোনয়ন দেওয়ার আভাস পাওয়া গেছে।

যার কারণে আজ জিএম কাদেরের নেতৃত্বে গঠিত পার্লামেন্টারি বোর্ড রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা করেনি। রাতে সমঝোতার বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসবে। বৈঠকে দলের চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জটিলতাও নিরসন হতে যাচ্ছে।

এছাড়া আগামী কাউন্সিলের আগ পর্যন্ত জিএম কাদের জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও ঘোষণা আসবে বলে একাধিক সূত্র বলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments