শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিরংপুর-৩ আসনের উপ-নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি: জি এম কাদের

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি: জি এম কাদের

জয়নাল আবেদীন: রংপুর-৩ আসনের উপ-নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের। সোমবার দুপুরে রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সাবেক মন্ত্রী কাদের বলেন, আওয়ামীলীগ আমাদের প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছেন। এখানকার সবাই জানে জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। একারণে প্রতিযোগিতামমূলক নির্বাচন হয়নি।রংপুরকে জাতীয় পার্টির দূর্গ উল্লেখ করে জি.এম কাদের বলেন, রংপুর লাঙ্গলের ঘাটি। এখানকার মানুষের সমর্থন সবসময় জাতীয় পার্টির প্রতি ছিল। যা এবারের নির্বাচনেও প্রমাণ হয়েছে। যদিও নির্বাচনে ভোটার আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছিল। আমাদের কর্মী সমর্থকরা তো ভোট দিয়েছে।বর্তমান সরকারের চলমান দূর্নীতি বিরোধি অভিযান প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘দূর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।এসময় সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যে সব নেতারা নির্বাচনে বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযারী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জি.এম কাদের।এদিকে নব-নির্বাচিত সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর অলমাহি সাদ বলেন, আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধি দলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সাথে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।সোমবার সকালে জিএম কাদের রংপুরে তিন দিনের সফরে এসে পল্লীনিবাসে গেলে সাদ এরশাদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় জেলা পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments