শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিবর্তমান সরকার সকল ধর্মকে প্রাধান্য দিয়ে আসছে: আ ক ম মোজ্জাম্মেল হক

বর্তমান সরকার সকল ধর্মকে প্রাধান্য দিয়ে আসছে: আ ক ম মোজ্জাম্মেল হক

গিয়াস কামাল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন আওয়ামীলীগ সরকারের কাছে সব ধর্মের লোকজনই সমান। সবাই রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার ভোগ করবে। আমাদের সংবিধান এ নিশ্চয়তা দিয়েছেন। বর্তমান সরকার কাউকে ধর্মীয় সংখ্যা লঘু মনে করেন না। গতকাল রবিবার সন্ধ্যায় নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় পোদ্দার বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন কালে মন্ত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেক ধর্মীয় উৎসবে আমরা অংশ গ্রহন করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। তিনি আরো বলেন, সংবিধানে জাতির পিতা সংযুক্ত করে গেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার সে অনুযায়ী আমরা সবাই মিলেমিশে যার যার ধর্ম পালন করবো। অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। আমরা এ দেশকে যেমন পেয়েছি তার চেয়ে অনেক বেশী উন্নত করে রেখে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, পুলিশ সুপার হারন অর রশিদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ড. সেলিনা আক্তার, ঢাকা মহানগর দক্ষিন এর স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, শিল্পপতি অমল পোদ্দার, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল হুসাইন ও সোনারগাঁ থানার ওসি মনিরূজ্জামান প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments