বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeরাজনীতিসিটি কর্পোরেশন নির্বাচন অবশ্যই সুষ্ঠ ও নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচন অবশ্যই সুষ্ঠ ও নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী

আবুল কালাম আজাদ: ‘বাংলাদেশে নির্ভরযোগ্য সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে না’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন,ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে। বিএনপি নির্বাচনে আসবে এটা ভালো কথা। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে বিএনপিকেও ভুমিকা রাখতে হবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকারী কলেজের ৭৫ বছর পুর্তী উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,ক্যান্টনমেন্টে বিএনপির জন্ম।নীল কুঠির,লাল কুঠির ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে ব্যবহারসহ নানা রকম ক্ষমতার অপব্যাবহার করে আপনারা হ্যাঁ, না ভোট করেছেন।আপনারা এদেশে মিডিয়া ঐক্য করে নির্বাচন করেছেন।আমরা তা করতে চাইনা।বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় গনতন্ত্রে বিশ্বাস করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেন, দেশের পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশের নেতৃত্ব এখন আমাদের মা বোনেরাই দিচ্ছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন,ভূঞাপুর-গোপালপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির,সংরক্ষিত আসনের এমপি মমতা হেনা লাভলী,টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র জামিলুর রহমান মিরন,কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান প্রমুখ। সকালে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের অংশ গ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ৭৫ পাউন্ডের কেক কাটা হয়। উল্লেখ্য,দানবীর রণদাপ্রসাদ সাহা নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৪৩ সালে টাঙ্গাইল শহরে মায়ের নামে কুমুদিনী কলেজ প্রতিষ্ঠা করেন। নারীদের জন্য ১৪ দশমিক ১৩ একর জমিতে প্রতিষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহের এই কলেজের যাত্রা শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক শ্রেণী দিয়ে। পরে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেনী চালু হয়। ১৯৭৯ সালে কলেজটি সরকারি করা হয়। বর্তমানে কলেজে ১৬টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৮টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments