শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিপিরোজপুর জেলা জজকে বদলির বিষয়টি একান্তই বিচার বিভাগের: কাদের

পিরোজপুর জেলা জজকে বদলির বিষয়টি একান্তই বিচার বিভাগের: কাদের

বাংলাদেশ প্রতিবেদক: বিচারক বদলির বিষয়ে দলীয়ভাবে কোন মন্তব্য করতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।
কাদের বলেন, আমরা বিষয়টি গভীরভাবে লক্ষ্য করছি। আমরা আইনের শাসনে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হলে তারাই সমাধান করবে। দলীয়ভাবে আমরা কোন মন্তব্য করবো না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
কোনো বিচ্যুতি দেখলে ব্যবস্থা নেবো। এ প্রসঙ্গে বিএনপির বক্তব্য সম্পর্কে কাদের বলেন, বিএনপি ইস্যু খুঁজছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজন নিয়ে বিএনপি বিরোধীতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি তারা।
তিনি বলেন, অপরাধী দলীয় কেউ হলেও আমরা বিব্রত হইনি, ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা নেবো। অপরাধীরা নজরদারিতে আছে। তারা পার পাবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments