শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeরাজনীতিইতালিফেরত যাত্রীদের শুরুতে পর্যবেক্ষণ করা হয়নি কেন, প্রশ্ন নাসিমের

ইতালিফেরত যাত্রীদের শুরুতে পর্যবেক্ষণ করা হয়নি কেন, প্রশ্ন নাসিমের

বাংলাদেশ প্রতিবেদক: ইতালি থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই কেন পর্যবেক্ষণ করা হলো না—এমন প্রশ্ন তুলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এ ক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’

ঐতিহাসিক ৭ মার্চ এবং চলমান রাজনীতি বিষয়ে আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মোহাম্মদ নাসিম।

এ সময় বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘আমি কিছুটা বিস্মিত হয়েছি, ইতালি থেকে দুজন লোক এলো এখানে। তাঁরা আসার পর কেন এয়ারপোর্ট থেকে ১৪ থেকে ১৫ দিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে নেওয়া হলো না? প্রথম যখন সে এয়ারপোর্টে নামল, ইমিগ্রেশন কী কাজটি করল বলেন? তারা সেই মুহূর্তে ইতালিফেরত যাত্রীকে হাসপাতালে নিয়ে গেল না কেন? পর্যবেক্ষণে রাখল না কেন? অন্তত চিহ্নিত করত যে, এই লোকটা আক্রান্ত হয়েছে কি না।’

মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘আজ দেখেন, এই লোকটা গ্রামে ঘুরেছে, অনেক জায়গায় গেছে, কয়েক দিন তো সে ছিল গ্রামে, এলাকায় ছিল। কোথায় যে ছড়িয়ে পড়ল এই জিনিসটা, কেউ বলতে পারে না। কেন এই অসতর্কতা?’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments