শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিআওয়ামী লীগের জন্যই বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে অনন্য শিখরে: আ.স.ম. ফিরোজ

আওয়ামী লীগের জন্যই বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে অনন্য শিখরে: আ.স.ম. ফিরোজ

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারছেন। আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বমাণচিত্রে অন্যন্য শিখরে অবস্থান করছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই ছিল দেশের গড়ীব-দু:খি মানুষের জীবন-মানের উন্নয়ন। বঙ্গববন্ধু সেই স্বপ্নই দেখেছিলেন।

বরেণ্য রাজনীতিবিদ আবদুল হামিন খান ভাসানী, হোসন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক এবং ইয়ার মোহম্মদ খানসহ অন্যন্য রাজনীতিবিদগণ ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠা করেন। এরপর বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ ছড়িয়ে পড়ে গ্রাম-গ্রামান্তরে। বাংলার মানুষের আস্থার জায়গা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বাংলার মানুষের ঘরে ঘরে অসাম্প্রদায়িকতা ও মানবতার বার্তা পৌঁছে দিয়ে মুসলিম লীগের ভন্ডামী খুলে দেন। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে নৌকা মার্কায় ভোট দেন বাংলার মানুষ। আওয়ামী লীগকে গণমানুষের দল হিসেবে পরিণত করতে বঙ্গবন্ধু বহুবার জেল খেঁটেছেন। ১৯৬৬ সালে ছয় দফায় আওয়ামী লীগ সমর্থন দেয়। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে একক সংখ্যাগড়িষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করেন এবং বঙ্গবন্ধুর আহবানে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। স্বাধীনতার পর ১৫ আগষ্টের ঘটনাসহ নানাবিধ চক্রান্তের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলশভাবে কাজ করে সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। একারণেই আজ মানুষ নৌকা প্রতিকে ভোট দিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত। আজ বুধবার বেলা সারে ১০ টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ এ কথা বলেন। আলোচনা সভাটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়ে যায়। এসময় তিনি ২১ জুন অনুষ্ঠিত বাউফলের ৯টি ইউপি নির্বাচনে ৮টিতে নৌকা বিজয়ী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানান। একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে সৃষ্ট মতবিরোধ দ্রুত ভুলে সম্মিলিতভাবে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দেন। অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক প্রমূখ। আলোচন শেষে আ.স.ম.ফিরোজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments