বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeপ্রবাসের খবরযুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে রায়পুরের মুয়াজ্জিনসহ দুই বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে রায়পুরের মুয়াজ্জিনসহ দুই বাংলাদেশির মৃত্যু

তাবারক হোসেন আজাদ: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মোয়াজ্জিনসহ দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ২৭ মার্চ শুক্রবার দুপুরে কুইন্সের এলমহাষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যাক্তিরা হলেন মোঃ মনির উদ্দিন বাবুল (৬৩) ও মোঃ তৌহির আহমেদ (৬২)। মনির উদ্দিন কুইন্সের জ্যাকসন হাইটস এর খাবার বাড়ি এলাকার মসজিদে মুয়াজ্জিন ছিলেন ও টেক্সিক্যাব চালাতেন।

তৌহির আহমদও একই এলাকার বাসিন্দা ছিলেন।
তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে। নিউইয়র্কে তার দুই মেয়ে
ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে রায়পুরের কেরোয়া ইউপির দক্ষিন কেরোয়া গ্রামে ওই প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারে কাউকে পাওয়া যায়নি। তবে গ্রামবাসী জানান-আমরা শুনেছি। মৃত ব্যাক্তিকে যুক্তরাষ্ট্রেই মাটি দেয়া হবে বলে শুনেছি।

স্বজনরা জানায়, তৌহির আহমদ কিডনি রোগী ছিলেন। সম্প্রতি তার করোনা ভাইরাস পজিটিভ হলে এলমহাষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মনির উদ্দিন বাবুল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ৫ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয়। এনিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এঘটনায় কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল জানান, এ সংবাদ আমাদের জানা নেই। খোঁজ নিয়ে পরিবারের সাথে কথা বলবো।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরি জানান, এ সংবাদ আমার জানা নেই। ওই খোঁজ নিয়ে পরিবারকে সতর্ক থাকতে বলা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments