বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeখেলাধুলাচট্টগ্রামের উইকেট নিয়ে ক্ষুব্ধ সাকিব

চট্টগ্রামের উইকেট নিয়ে ক্ষুব্ধ সাকিব

বাংলাদেশ প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জহুর আহমেদ স্টেডিয়ামে টেস্ট শুরুর আগেই উইকেট নিয়ে আলোচনায় বসেছিলেন অধিনায়ক, কোচ ও নির্বাচকরা। ওই বৈঠকে স্পিন সহায়ক উইকেটে খেলার ব্যাপারে একমত হন সাকিব, ডোমিঙ্গো, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

চট্টগ্রাম টেস্টের জন্য স্পিন সহায়ক উইকেটের চাহিদা দেয়া হলেও হয়েছে তার উল্টোটা। যে কারণে হতাশ অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৯৬ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। আফগানদের চেয়ে এখনও ১৪২ রানে পিছিয়ে রয়েছে সাকিবের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এমন ফ্ল্যাট উইকেটে অনেক দিন পর খেললাম। এ ধরনের উইকেট আমরা প্রত্যাশা করিনি। আমাদের জন্য (পরিস্থিতি) কঠিন।’

জহুর আহমেদের উইকেট নিয়ে সাকিব আরও বলেন, ‘সত্যি আমরা অনেক অবাক হয়েছি। এটা আমরা আশা করিনি। যেটা আশা করেছি তার উল্টোটা পেয়েছি। তার মানে এই নয় যে, আমরা ভালো করতে পারব না। অনেক সময় প্রত্যাশা মতো নাও হতে পারে। তবে ভালো দল এখান থেকেই প্রমাণ করে। ভাবনার বাইরের প্রশ্ন এলে তারা সেটির উত্তর দিতে পারে। আমাদের চেষ্টা থাকবে ওই উত্তর যেন দিতে পারি। তবে হ্যাঁ, এই পিচ প্রত্যাশার বাইরে ছিল।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘বিষয়টা হতাশার হলেও এটা নিয়ে এখন আলোচনা করে লাভ হবে না। এ পরিস্থিতি থেকে কীভাবে উতরে যেতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে দল সাজিয়েছি, হয়তো বুঝতে পারছেন যে কী ধরনের পিচ আশা করছিলাম। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব সময়ই চাইলেই যে সেটা পাবেন, এটা আশা করা ভুল।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments