শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রায়পুরে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কাগজ প্রতিনিধি: আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বুধবার বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের পক্ষে চরবংশীর খাঁসেরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এবং বৃহস্পতিবার আ’লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের পক্ষে শহরের আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে বিপক্ষে মানববন্ধন, প্রতিবাদসভা ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। এসময় ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ উভয় প্রার্থীর সমর্থকরা বক্তব্য রাখেন। আ’লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের পক্ষে সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মামুনুর রশিদকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়ার পর হঠাৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদারসহ তার লোকজন। প্রার্থী মামুনুর রশিদের বাবা মজিবুল হক মৌলভীকে ঘিরে ৭১ এর যুদ্ধাপরাধী ও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন অভিযোগ তুলে সম্প্রতি রায়পুর ও ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবী জানানা হয়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতারা মজিবুল হককে সমাজ সেবক ও মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা হিসাবে দাবী করেন। অধ্যক্ষ মামুনুর রশিদ এর জনপ্রিয়তায় নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত ও গনমানুষের জোয়ার দেখে এসব মিথ্যা অপপ্রচার করছে আলতাফ মাস্টারের লোকজন। এসময় বক্তব্য রাখেন, বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ বি.এস.সি, আলহাজ্ব শাহাজাহান কামাল, নাছির উদ্দিন বেপারি, শফিকুল ইসলাম পাঠান, স্বেছাসেবকলীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগ নেতা পাপেল মাহমুদ ও তারেক আজিজ জনি ও পৌর তাঁতী লীগের আহবায়ক সুকান্ত মজুমদার প্রমুখ। অপরদিকে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের পক্ষের বক্তরা বলেন, আ’লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের বাবা মজিবুল হক মৌলভী ৭১ এর যুদ্ধাপরাধী ও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রতিটি সেক্টরে অধ্যক্ষ মামুনুর রশিদ সভাপতি ও সদস্য থেকে দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন। তার প্রার্থীতা বাতিলের দাবীতে মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নের আ’লীগের সভাপতি ও মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, তার ভাই চরবংশী ইউপি চেয়ারম্যান হোসেন আহম্মদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মফিজ খাঁ, জেলা তাঁতী লীগের নেতা আনোয়ার গাজী, ঢাকা মহানগর আ’লীগ নেতা আবুল কাশেম, ডাঃ রুহুল আমিন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments