শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় গবাদি পশু রক্ষায় মশারীর নিচে পুরো গোয়াল ঘর

উল্লাপাড়ায় গবাদি পশু রক্ষায় মশারীর নিচে পুরো গোয়াল ঘর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মশা-মাছির কবল থেকে প্রাণী সম্পদের গরু রক্ষায় গৃহস্থেরা এখন মশারী টানিয়ে দিচ্ছেন। গ্রামগুলোয় গোয়াল ঘরের ভিতর মাছ ধরার নেট দিয়ে বানানো মশারী টানিয়ে এর ভিতর গবাদি পশু রাখা হচ্ছে। এমনও যে, পুরো গোয়াল ঘর মশারী দিয়ে দিন রাত ঢেকে রাখা হচ্ছে। এদিকে অনেক গৃহস্থ ক্ষতির বিষয় জেনেও মশা তাড়াতে বিভিন্ন কীটনাশক গরুর গায়ে ব্যবহার করছেন। খোজ নিয়ে জানা গেছে, আবহাওয়ায় গরম ভাব আসতেই মশা-মাছির উৎপাত বেড়েছে। এমন অবস্থায় গ্রামের গৃহস্থরা তাদের পালিত গরু-বাছুর গুলোর গায়ে রাতের বেলায় বিভিন্ন তরল কীটনাশক মেখে দেয়া হচ্ছে। কেউ কেউ আবার কয়েল জ্বালিয়ে রাখছেন। অনেক গৃহস্থ কীটনাশকের ক্ষতির কথা জেনে এখন মশারী বানিয়ে এর ব্যবহার করছেন। মাছ ধরা জাল দিয়ে এসব মশারী বানানো হচ্ছে। সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের মিলন হোসেন তার পুরো গোয়াল ঘর বিশাল মশারীতে দিন রাত ঢেকে রাখছে। তার গোয়ালে ৮টি গরু রয়েছে। জানানো হয়, মশা- মাছিরকবল থেকে গবাদি পশুগুলোকে রক্ষায় এ ব্যবস্থা নিয়েছেন। উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহম্মদ বলেন, প্রাণী সম্পদ রক্ষায় মশারীর এমন ব্যবস্থা অবশ্যই্ধসঢ়; প্রশংসনীয়। এদিকে মশা-মাছির কবল থেকে রক্ষায় কীটনাশক সরাসরি গবাদি পশুর গায়ে মাখলে ক্ষতির সম্ভবনা আছে। পশুর লোম উঠে যাওয়া, চামড়ায় ক্ষত রোগ এমনকি বিষক্রিয়ায় পশু মারা যেতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments