বুধবার, মার্চ ১৯, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ার বাবলু মাঝির সংসার চলবে কিভাবে চিন্তা এখন থেকেই

উল্লাপাড়ার বাবলু মাঝির সংসার চলবে কিভাবে চিন্তা এখন থেকেই

সাহারুল হক সাচ্চু: একজন বাবলু হোসেন। খেয়া ঘাটের মাঝি। উল্লাপাড়ার বড়হরে ফুলজোড় নদীতে মাঝিগিরি করছেন। তাও টানা দশ বছর ধরে। তার মাঝিগিরি পেশার অবসান হতে আর বেশি দেরি নেই। তখন চেনা জানা আর অচেনা মুখগুলো নিয়ে খেয়া নৌকা এপার-ওপার বাইতে হবে না। তার বাবা সোহরাব আলীর একই ঘাটে টানা চল্লিশ বছর খেয়া নৌকার মাঝিগিরি করেছেন। বড়হরের ফুলজোড় নদীতে নির্মানাধীন ব্রীজটি চালু হলে বাবলু হোসেনের মাঝিগিরি পেশার ইতি ঘটবে। এ ব্রীজ নির্মাণে তিনি নিজেও খুশি। এখন তার ভাবনা মাঝিগিরি না থাকলে কি করবেন। জীবন-জীবিকায় কোন পেশায় কাজ করবেন। উল্লাপাড়ার নূরগঞ্জ গ্রামের প্রায় ৩৭ বছর বয়সী বাবলু হোসেন সারা বছরই এ ঘাটে খেয়া নৌকায় লোক পারাপার করে থাকেন। প্রতিদিন নদীর দু’পাড়ের ৮ থেকে ১০টি গ্রামের বিভিন্ন পেশার এক হাজারের বেশি লোকজন তার নৌকায় পারাপার হয়। তার পিতা সোহরাব আলী এঘাটেই প্রায় ৪০ বছর মাঝিগিরি করেছেন। এখন তার বয়স ৭৬ বছর। নিজ বাড়ীতেই বয়সের কারণে অবসরে আছেন। ঘাট মাঝি বাবলু হোসেন জানান, দিনের ভোর থেকেই রাতের দশটা অবধি তাকে নৌকা নিয়ে ঘাটে থাকা এবং লোক পারাপার করতে হয়। তার নৌকায় পারাপার হওয়া প্রায় সব মুখই তার চেনা জানা। সাঝ হতেই তার মনে জাগে বাড়ী ফিরতে কোন গ্রামের কে বা কারা এখনো পার হয়নি। এটি জমা খেয়া ঘাট। ধান ফসলের বিনিময়ে লোক পারাপার হয়। এ ঘাটে পারাপার হয় এলাকার এমন সব বাড়ী থেকে বছরে একবার করে ধান তোলা হয়। বছরে ৫০ থেকে ৬০ মণ ধান মেলে বলে জানানো হয়। এছাড়া নগদ টাকা দিয়েও অনেকেই পারাপার হয়। বড়হরে ফুলজোড় নদীর উপর খেয়া ঘাটের কাছাকাছিতেই স্থানীয় এলজিইডির অধীনে একটি ব্রীজের নির্মাণ কাজ চলছে। ব্রীজটি চালু হলে আন্তঃউপজেলা ও জেলা সদরের সাথে উল্লাপাড়ার সহজ ও সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তখন ঘাটে আর থাকবে না বাবলু মাঝির খেয়া নৌকা। হয়তো নাম থাকবে খেয়া ঘাট। বাবলু মাঝি জানান, ব্রীজটি তার পেশায় ইতি ঘটালেও এর নির্মাণ নিয়ে এলাকার অন্যদের মতো সেও খুশি। তিনি এখন হিসেব কষছেন আর কতদিন ঘাটে মাঝিগিরি করতে পারবেন। আরো জানান, তাদের বসত ভিটে ছাড়া আর কোন আবাদী জমি জমা নেই। তার সংসারে বাবা-মাসহ মোট দশ জন রয়েছে। এ ঘাটের আয় থেকেই সংসার চলে। মাঝিগিরি না থাকলে জীবন জীবিকায় কোন পেশায় কাজ করবেন। এতো বড় সংসার চলবে কিভাবে। এসব ভাবনা সব সময় তার মাথায় ঘুরপাক খাচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments