শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সবচেয়ে বেশি ইজারা মূল্যের বোয়ালিয়া পশু হাটের নেই নিজস্ব জায়গা

উল্লাপাড়ায় সবচেয়ে বেশি ইজারা মূল্যের বোয়ালিয়া পশু হাটের নেই নিজস্ব জায়গা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধ্যে সব বেশি টাকার ইজারা মুল্যের হলো বোয়ালিয়া হাট। পশু হাটের জন্য নাম ডাক গোটা উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায়। অথচ বোয়ালিয়া পশু হাটের নিজস্ব কোন জায়গা নেই। ভাড়া জায়গায় বসছে পশু হাট। এভাবে চলছে বছরের পর বছর ধরে। আবার স্থানান্তর হয় পশু হাটের জায়গা। উল্লাপাড়ার বোয়ালিয়া হাট ও বাজার স্থানীয় উপজেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। এটি পুরানো হাট বাজার। প্রায় দু’যুগ ধরে পশু হাট লাগছে। সপ্তাহের দু’দিন বৃহস্পতিবার ও রোববার হাট বসে। এর মধ্যে একদিন রোববার পশু হাট লাগে। বোয়ালিয়া মূল হাট ও বাজারের পশু হাট বসানো কোন নিজস্ব জায়গা নেই। এ হাট ইজারা নেওয়ার পর মূল হাটের আশেপাশের জায়গা ভাড়া নিয়ে বসানো হয় পশু হাট। ইজারা নেওয়া ব্যাক্তিদের পছন্দ ও সুবিধা মতো জায়গা ভাড়া নিয়ে সেখানে পশু হাটটি লাগানো হয়ে থাকে। এ কারণে ইজারা গ্রহিতা বদল হলে পশু হাটের জায়গাও বদল হয়। বিগত সময়ে একাধিকবার ইজারা গ্রহিতাদের পছন্দে পশু হাটের জায়গা বদল হয়েছে। গোটা উত্তরাঞ্চলসহ ঢাকা, সিলেট, চট্রগ্রাম এলাকায় বোয়ালিয়া পশু হাটের নাম ডাক রয়েছে। এ বছর (বাংলা) বোয়ালিয়া হাটের ইজারা মূল্য হয়েছে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা বলে জানা যায়। উল্লাপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইজারা মূল্যের হলো এ হাট। এ হাটের ইজারা গ্রহিতা অংশিদারদের একজন মোঃ আব্দুস ছোবাহান জানান, তারা হাটটি ইজারা নেওয়ার পর প্রায় সাড়ে আট বিঘা আবাদি জমি বাৎসরিক চুক্তিতে ভাড়া নিয়েছেন। নিজেদের দায়িত্বে এ জায়গা ভাড়া নিয়ে সেখানে পশু হাটটি বসানো হচ্ছে। তিনি আরো জানান, মূল হাটটিতে পশু হাট লাগানোর মতো কোন জায়গা নেই। জায়গা ভাড়া নেওয়ার কারনে হাটটির পিছনে তাদের বাড়তি খরচ হচ্ছে বলে জানান। এদিকে একাধিক দিন হাটবারে দেখা গেছে , বোয়ালিয়ায় নগড়বাড়ী মহাসড়কে দু’ধারে বহু সংখ্যক পশুবাহী ট্রাক ও নছিমন রাখা হয়ে থাকে। এ ছাড়া সলঙ্গা আঞ্চলিক সড়কের ধারেও পশুবাহী বিভিন্ন বাহন রাখা হয়। এ কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে হাটবারে মাঝে মধ্যেই যানযট বেধে যায়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, উপজেলা প্রশাসন থেকে বোয়ালিয়া পশু হাটের জন্য নিজস্ব জায়গা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ শতক জায়গা কেনা হবে। এ উদ্যোগ কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments