বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বিদ্যালয়ের জায়গা ঘিরে এখন বাঁশের বেড়া

উল্লাপাড়ায় বিদ্যালয়ের জায়গা ঘিরে এখন বাঁশের বেড়া

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে হাটের ঘরগুলো সরিয়ে দেয়া এবং বিদ্যালয়টির হাট বসানোর জায়গা এখন বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে। এছাড়া পূর্বদেলুয়ায় বেদখলের কবল থেকে মুক্ত করতে হাটের নিজস্ব জায়গা মাপ জোক করে সীমানা খুটি পোতা হয়েছে। এদিকে পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কে বিদ্যালয়ের জায়গায় হাট বসানোর বিষয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান। গত শুক্রবার পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা মাপ জোক করা হয়। ওই হাট পরিচালনা কমিটির সদস্য বড়হর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য শ্রী বাবলু রায় জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ ও গ্রামের ক’জনের উদ্যোগে বিদ্যালয়ের জায়গা মাপ জোক করা হয়। মাপ জোক শেষে বিদ্যালয়ের জায়গা থেকে বেশ কয়টি হাটুরে দোকান ঘর একেবারে সরিয়ে দেয়া হয়েছে। এর সাথে বিদ্যালয়ের জায়গা ঘিরে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এছাড়া গত শনিবার পূর্বদেলুয়া হাটের নিজস্ব জায়গা মাপ জোক করে বাঁশের সীমানা খুটি পোতা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাট বারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের জায়গা থেকে হাটুরেরদের দোকান সরিয়ে দেয়ার পর এখন বিদ্যালয়ের পিছনের অংশে হাট বসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুব হাসান জানান, আগামী দু’এক দিনের মধ্যে বিদ্যালয়ের জায়গায় হাট বসানো ও হাটের নিজস্ব জায়গা বেদখলের বিষয়ে তদন্ত করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments