শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় কবির মিয়া (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারস্থ শান্তি নিকেতন নামে প্রাইভেট চিকিৎসালয়ে শিশু কবিরের মৃত্যু হয়। শিশু কবির উপজেলার বেলকা ইউনিয়নের বেকরীর চর গ্রামের সাজু মিয়ার পুত্র। সে পাতলা পায়খানায় আক্রান্ত হলে তার পিতা উক্ত চিকিৎসালয়ে নিয়ে যান। চিকিৎসালয়ের ডাক্তার শামছুল আলম তার শিশু কবিরের চিকিৎসা করেন। এরই এক পর্যায়ে কবিরের মৃত্যু হয়। ডাক্তার শামছুল আলম নওগার মহদেবপুর উপজেলার কালী শহর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১১ বছর থেকে মীরগঞ্জ বাজারে এ ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়রা জানান, ইতোপূর্বেও ডাক্তার শামছুল আলমের ভুল চিকিৎসায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে ডাক্তার শামছুল আলম বলেন, চিকিৎসা চলাকালে শিশু কবিরের মৃত্যু হয়েছে। প্রতিটি মানুষের মৃত্যু অনিবার্য। কারো মৃত্যু থাকলে তা তো আর রোধ করতে পারবো না। অপর এক প্রশ্নের জবাবে ভুল স্বীকার করে তিনি বলেন, আমার উচিত ছিল আগেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে পাঠিয়ে দেয়া। তবে তিনি এমবিবিএস নন। তিনি দীর্ঘ ১১ বছর থেকে এখানে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি প্যারামেটিকেল (রাজশাহী) সার্টিফিকেটধারী। শিশু কবিরের পিতা সাজু মিয়া সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments