শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে জব্দকৃত ৬ কোটি টাকার মাদক ধ্বংস

জয়পুরহাটে জব্দকৃত ৬ কোটি টাকার মাদক ধ্বংস

এস এম শফিকুল: জয়পুরহাটে ২০ বিজিবি’ ব্যাটালিয়নের জব্দ করা ৬ কোটি টাকা মুল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র উদ্যোগে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর চত্ত্বরে মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়ে মাদক ধ্বংসে অংশ নেন বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভুইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২০ বিজিবি’র সেক্টর কমান্ডার লে. কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসেন, জয়পুরহাট র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন দপ্তরের প্রধানগন এবং সংবাদ কর্মীরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে ধারনা দিয়ে সকলকে মাদক নিয়ন্ত্রনে এগিয়ে আসার আহবান জানানো হয়। অনুষ্ঠানে গত এক বছরে বিজিবি’র জব্দ করা ৬ কোটি ১৯ লক্ষ ৭৯৫ টাক মুল্যের মদ, গাাঁজা, বিয়ার, ফেন্সিডিল, আ্যাম্পুল ইনজেকশনসহ অন্যান্য মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments