এস এম শফিকুল ইসলাম: রবি মৌসুমে ১৯-২০ অর্থবছরে প্রনদনা কর্মসূচীর আওতায় গম ভুট্রা ও শরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে জয়পুরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলা মিলেনায়তনে বিনামূল্যে বীজ বিতরন অনুষ্ঠানের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- স্থানীয় সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু। সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারজানা হক’র এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ স.ম মেফতাহুল বারী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কায়ছার ইকবাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর । এ সময় সদর উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে ২ কেজি গম বীজ,২ কেজি ভৃট্রা বীজ,১কেজি শরিষা বীজ ও ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। জয়পুরহাট জেলায় এবার ৯হাজার ৫শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রনদনা বিতরন করা হয় বলে জানান কৃষি অফিস।