শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাআয়কর দেয়া আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্ব: রংপুরে কর কমিশনার

আয়কর দেয়া আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্ব: রংপুরে কর কমিশনার

জয়নাল আবেদীন: দেশের উন্নয়নের জন্য সরকারের রাজস্ব খাতকে আরো সমৃদ্ধ করতে হবে।দেশের নাগরিকদের কর প্রদানে সচেতন হতে হবে। আয়কর দেয়া আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্বের একটি অংশ। শনিবার দুপুরে কর অঞ্চল রংপুর আয়োজিত আয়কর দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কর অঞ্চল রংপুরের প্রধান আবদুল লতিফ ।তিনি বলেন, বছরে কমপক্ষে আড়াই লাখ টাকার উর্ধ্বে আয় হলে নিয়মানুযায়ী কর দিতে হয়। কিন্তু আমরা আয়কর দেই না। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। কেননা আয়কর না বাড়ালে দেশের উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটবে । কর কমিশনার বলেন, করযোগ্য সবাই যদি আয়কর দিত তবে দেশ আরও উন্নত হত। নিবন্ধিত করদাতাদের সবাই নিয়মিত আয়কর দেন না। দেশে সাড়ে তিন কোটি মানুষের আয়কর দেয়ার সামর্থ্য রয়েছে। অথচ আয়কর দেন মাত্র ২২ লাখ মানুষ। আয়কর নিয়ে অবহেলা ও অসচেতনতা দূর হলে দেশ রাজস্ব খাতে আরও এগিয়ে যাবে দেশের উন্নয়ন হবে। কর কমিশনার আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ।এরআগে সকালে সমৃদ্ধ সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’এই শ্লোগানকে সামনে রেখে রংপুর কর অঞ্চল কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আয়কর প্রদানের ব্যাপারে জনসচেতনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অতিথিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments