তাবারক হোসেন আজাদ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে রিয়াজ বাড়ি যাওয়ার সময় নিজ বসত বাড়ির সামনে ছাত্রলীগ নামধারী সজীবের নেতৃত্বে ১০/১২জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত সজীব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী বাবলুর অনুসারী বলে পরিচিত। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।