শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে সীমিত আকারে চলাচল করছে নৌযান, যাত্রী ভোগান্তি চরমে

লক্ষ্মীপুরে সীমিত আকারে চলাচল করছে নৌযান, যাত্রী ভোগান্তি চরমে

তাবারক হোসেন আজাদ: ১১ দফা দাবিতে সারা দেশে নৌ ধর্মঘট চললেও লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে সীমিত আকারে চলছে নৌযান। এতে করে চরম বিপাকে পড়েছেন এ নৌরুট ব্যবহারকারী যাত্রীরা। সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে নৌযান ছেড়ে গেলেও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোন নৌ যান। আবার বরিশাল থেকেও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসেনি কোন নৌযান। এতে করে বরিশালগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এদিকে সকালে লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে এমভি উপকূল এক্সপ্রেস-২ ও সুপার সনিক-৬সহ তিনটি যাত্রীবাহী ছোট লঞ্চ ছেড়ে গেলেও লঞ্চ সংকটের কারণে অনেককেই ভোলা ও বরিশালের উদ্দেশ্যে ট্রলারে করে পাড়ি দিতে হচ্ছে মেঘনা। এতে করে অতিরিক্ত ভাড়া গুনাসহ জীবনের নিরাপত্তাহীনতা ভোগার কথাও জানালেন যাত্রীরা। তবে নৌযান শ্রমিক ফেডারেশন এর নেতা কুট্টি জানান, লক্ষ্মীপুর থেকে সীমিত আকারে কিছু লঞ্চ ভোলার উদ্দেশ্যে চলাচল করলেও দুপুরের পর এ নৌ রুটে চলাচলও বন্ধ করে দেয়া হবে। নৌ শ্রমিকদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বেতন বৃদ্ধি, খোরাকি ভাতা প্রদান, বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নদীর সঠিক নাব্যতা রক্ষা, প্রয়োজন অনুযায়ী মার্কা, বয়া ও বাতি স্থাপন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments