মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে-এলেঙ্গা লিঙ্ক রোডে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ভূঞাপুরে-এলেঙ্গা লিঙ্ক রোডে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর- লিংক রোডে উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেল্ধসঢ়;স এর সঙ্গে ভূঞাপুর থেকে ছেড়ে আসা সিএনজি’র সাথে সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের আইন উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৪৫), পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত মেহেরুল্লাহ সরকারের ছেলে তোতা মিয়া (৬৫)। আহতরা হলেন, একই পরিবারের খানুরবাড়ি গ্রামের নজরুলের ছেলে জনি (৮), নূরনবীর স্ত্রী কল্পনা বেগম, সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১১ টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা লিংক রোডে এ দূর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে আইনউদ্দিনের স্ত্রীসহ পরিবারে ৪ সদস্য ও পাঁচটিকড়ীর তোতা মিয়া ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলে সদর হাসপাতালে রোগী দেখার উদ্দেশ্য যাত্রা করে, পথিমধ্যে এলেঙ্গা-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক ক্রস করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা দেশ ট্র্যাভেলস এর সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়ে আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। অপর দুইজন ও সিএনজি চালক গুরুতর আহত হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। নিহত দুইজনকে স্বস্ব গ্রামে দাফন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments