শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাদুঃশাসনের প্রতিবাদে বাউফলে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

দুঃশাসনের প্রতিবাদে বাউফলে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

অতুল পাল: দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ে জান বাঁচাও-দেশ বাঁচাও প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফলে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা। শনিবার বেলা ১২টায় বাউফল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এসে পথ সভা করা হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউস্টি পার্টির বাউফল উপজেলা শাখার সভাপতি আবদুল আজিজ দুয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক সভাপতি প্রফেসর সাহাবুদ্দিন আহমেদ ও সুভাষ চন্দ্র চন্দ। সভায় বক্তারা জনগণের ন্যয্য অধিকার আদায়ের লক্ষ্যে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ১৭টি দফা উল্লেখ করে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। ওই সময় পথসভায় জেলা ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments