শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাখাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ১০৫ তম বাৎসরিক ওরশ সম্পন্ন

খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ১০৫ তম বাৎসরিক ওরশ সম্পন্ন

মারুফা মির্জা: আখেরী মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করে দেশ-বিদেশের লাখ-লাখ মুসুল্লীর আমিন-আমিন ধ্বন্নির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ৩-দিন ব্যাপী ২০২০ সালের বাৎসরিক ওরশ সমাপ্ত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় দরবার শরীফের গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খাজা এনায়েতপুরী (রঃ) আওলাদ গন, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস অংশ নেন। পরে আগত দেশের প্রতিটি জেলা-উপজেলা এবং ভারতের আসাম থেকে আগত অগনিত জাকেরানদের বিদায় দেয়া হলে তারা বহর নিয়ে নিজ-নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। আর এভাবেই শেষ হয় ১০৫ তম বাৎসরিক ওরশ। এ ব্যাপারে মাজার শরীফ কর্তৃপক্ষের আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়াল, মুরাদ আহমেদ খান, মাহফুজুর রহমান (বাবলু), আনছার কমান্ডার আনিছুর রহমান জানান, ধর্মীয় ভাবগাম্ভির্যে শান্তিপুর্ন ভাবে ওরশ সম্পর্ন হওয়ায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। এবার শীতের পাশাপাশি বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ হলেও অতীতের চেয়ে রেকর্ড সংখ্যক ভারতের আসাম ও সাড়া দেশের ভক্তদের আগমন হয়েছে। এদের থাকা-খাওয়া সহ সবরকম ব্যবস্থা গ্রহন করেছিল দরবার শরীফ কর্তৃপক্ষ। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে এবারের আয়োজন সবারই দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠান নির্বিগ্ন করতে জেলা প্রশাসনও নিয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্যঃ প্রথমবার ১৯১৬ সালে তৎকালীন দরবার শরীফের গদ্দিনশীন হুজুর পাক হযরত খাজা বাবা ইউনুছ আলী (রঃ) তার কয়েকজন ভক্তদের সাথে স্বল্প পরিসরে কয়েকশ অনুসারী নিয়ে শুরু করা হয় বাৎসরিক ওরশ। এরপর থেকেই এই ওরশ শরীফ অনিুষ্ঠিত হচ্ছে। বর্তমানে খাজা ইউনুছ আলী (রঃ) এর সংস্পর্শে এসে এবং অনুগত হয়ে দেশ তথা ভারতের বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ও শান্তি স্থাপনের লক্ষে কাজ করে যাচ্ছেন ভারতের মেহেদীবাগীর পীর, ফরিদপুরের প্রখ্যাত আটরশি, চন্দ্র পাড়ার পীর, টাঙ্গাইলের প্যারাডাইস পাড়া, ঢাকার শ্যামলী বাগী, ময়মনসিংহের সম্ভুগঞ্জের পীর সহ ১২শ পীর-আউলিয়া। খাজা বাবা ইউনুছ আলী (রঃ) বাংলা ১৩৫৮ সনের ১৮ ফাল্গুন পরলোক গমন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments