বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শীত জনিত রোগে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৮ জন নারী, পুরুষ...

রংপুরে শীত জনিত রোগে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৮ জন নারী, পুরুষ ও শিশু

জয়নাল আবেদীন: রংপুর অঞ্চলে আবারো শীতের তীব্রতা বাড়ায় শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নানান বয়সের মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার ৫০টি উপজেলার উপদ্রুত এলাকায় গত ২৪ ঘন্টায় ৩৩০ জন, নারী, পুরুষ ও শিশু ডারিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এসব এলাকায় ৭২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও গতবছরের নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারী পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় শীত জনিত রোগে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৮ জন নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে ডায়রিয়ায় ১ জন ও শ্বাসকষ্টে ২ জন মারা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলায় ৩৩০ জন শীত জনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ডায়রিয়ায় ২২৫ জন, শ্বাসকষ্টে ৯০ জন ও অন্যান্ন শীত জনিত রোগে ৯২ জন আক্রান্ত হয়েছেন। তিনি জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারী পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় ২১ হাজার ৯৮ জন শীত জনিত নানান রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঠাকুরগাঁয়ে শ্বাসকষ্টে ২ জন ও পঞ্চগড়ে ডায়রিয়ায় ১ জন মারা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোস্তফা খালেদ আহামেদ জানান, এঅঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকায় নভেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় ২১ হাজার মানুষ শীত জনিত নানান রোগে আক্রান্ত হয়েছেন। । তবে এ মাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments