শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাআর্থিক বিবেচনায় রোগীর চিকিৎসা মুল্যায়ন করা যাবেনা: ভিসি আরএমইউ

আর্থিক বিবেচনায় রোগীর চিকিৎসা মুল্যায়ন করা যাবেনা: ভিসি আরএমইউ

মারুফা মির্জা: মানবতার সেবায় ডাঃ এম এম আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৬ তম নতুন ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসের মিলেনায়তনে এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মাসুম হাবীব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেও ও হাসপাতাল ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ডাঃ হোসেন রেজা ও কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী। এসময় প্রধান অতিথির বক্তেব্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মাসুম হাবীব বলেন, টাকার দিকে নজর না দিয়ে প্রকৃত পক্ষে আমাদের প্রত্যেক চিকিৎসকদের রোগীর সেবার দিকেই গুরুত্ব দেয়া উচিৎ। ধনী হোক আর গরীব হোক। রোগীকে বাঁচানো আমাদের চিকিৎসকদের নৈতিক দায়িত্ব। আমি শপথ গ্রহন করেছি রোগী হলেই চিকিৎসা করবো। বিত্তশালীকে যে চোখে দেখবো অর্থহীনকেও একই ভাবে সেবা দেব। তাও সমান মর্যাদা দিয়ে। যে কাজটি করেছেন মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের চিকিৎসা ও শিক্ষা সেবা প্রতিষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments