শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপত্নীতলায় মোটর শোভাযাত্রা দেখতে এসে ভুটভুটি উল্টে আহত ১৭

পত্নীতলায় মোটর শোভাযাত্রা দেখতে এসে ভুটভুটি উল্টে আহত ১৭

বাবুল আকতার: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস ও ক্ষনগননা উপলক্ষে মন্ত্রী মহোদয়ের মোটর শোভাযাত্রায় অংশ গ্রহন করে বাড়ী ফেরার পথে একটি ভুটভুটি উল্টে পত্নীতলা উপজেলার মান্দাইন উচ্চ বিদ্যালয়ের ১৭জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দিলেও গুরুতর অবস্থায় একজনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গুরুতর আহতরা হলেন পত্নীতলা উপজেলার রজা পাড়া গ্রামের গোলাম রাব্বানীর ১০ম শ্রেণীতে পড়ুয়া ছেলে বেলাল হোসেন (১৬), একই উপজেলার বাদ আ’য়াপুর গ্রামের আবুল খায়েরের ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া ছেলে সাজ্জাদ হোসেন (১১) এবং ছোট মহারন্দী গ্রামের গোলাম রাব্বানীর ৮ম শ্রেণীতে পড়ুয়া ছেলে রাকিব (১৪)। জানা গেছে, শুক্রবার নওগাঁ জেলা সদর হতে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ তার সফর সঙ্গীদের শতাধিক গাড়ী বহর বের হয়ে বদলগাছি উপজেলা ও পত্নীতলা উপজেলা হয়ে সাপাহারে প্রবেশ করে। এসময় অনুমান বেলা ১১টার দিকে পত্নীতলা উপজেলার মান্দাইন উচ্চ বিদ্যালয় সহ আশে পাশের বিভিন্ন বিদ্যায়গুলোর শিক্ষার্থীরা মন্ত্রী মহোদয়কে আর্ভথনা জানাতে বাঁকরইল এলাকায় মেইন রাস্তায় দাঁড়িয়ে আর্ভথনা জানান। এর পর মন্ত্রী মহোদয়ের মোটর শোভাযাত্রা সাপাহারের উদ্যেশ্যে চলে গেলে ওই এলাকার বিদ্যালয় গুলোর শিক্ষার্থীরা আপন আপন যানবাহনে চড়ে বাড়ী ফিরতে থাকে। এমনই এক সময় মান্দাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ভুটভুটিটি বিদ্যালয়ে অদুরে টার্নিং ঘুরতে উল্টে যায়। এসময় ভুটভুটিতে থাকা সকল শিক্ষার্থীগন গাড়ীর নিচে চাপা পড়ে আহত হয়ে পড়ে। দ্রুত এলাকার লোকজন ছুটে এসে গাড়ীর নিচ হতে আহতদের বের করে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দিলেও রাকিবকে সাপাহারে রেখে বেলাল হোসেন ও সাজ্জাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments