বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে রংপুর মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে রংপুর মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন

জয়নাল আবেদীন: নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ শপথ বাক্য পাঠ আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুর মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে । দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নবীন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন সকাল ৯টার মধ্যে । এসময় মেডিকেল কলেজের প্রথম বর্ষ ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা নবীনদেও ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায় । সকাল সাড়ে ন‘টায় শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান । কলেজ অধ্যক্ষ অধ্যাপক একেএম নুরুন্নবী লাইজু নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান । অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাহাফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: ফরিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক চন্দ্রা রাণী সরকার, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা: এসএম রওশন আলম. প্যাথোলজি বিভাগের প্রধান অধ্যাপক আহসান হাবীব, অধ্যাপক দেবেন্দ্র নাথ সরকার,ডা: এস এম মাজেদুল ইসলাম,ডা: শারমিন সুলতানা । এবার রংপুর মেডিকেল কলেজের কোটায় ২শ২০জনের মধ্যে সকল শিক্ষার্থীই ভর্তি হয়েছেন । অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী মেডিকেলে পড়ার জন্য পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে তোমরা ভাগ্যবান । পিতারাও আজ সন্তানে গর্বে গর্বিত । শিক্ষক বক্তারা বলেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা আলাদা । এখানে নিয়মিত ক্লাশ হয় এবং সবাইকে উপস্থিত থাকতে হয় । দিনের পড়ার কাজ দিনেই শেষ করতে হয় । কেউ ক্লাশ ফাঁকি দিলে তিনি তার জীবনকেই পিছিয়ে নিলেন । শিক্ষার্থীরা ঘনঘন বাড়ি গেলে তাদের প্রশ্ন করবেন বাড়ি এলে কেন, আমাদের মোবাইলে জানাবেন সন্তানের বাড়ি যাওয়া প্রসঙ্গে । আমার খোঁজ নেবো । আমরা চাই ৫বছরে প্রতিটি শিক্ষার্থী যেন ভালো ফলাফল করে । কর্মজীবনে সফলতা লাভ করে । অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবক শুঋেচ্ছা বক্তব্য প্রদান করেন । ৪৯ ব্যাচ বরণ অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধান সহ অন্যান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments