এএসটি সাকিল: ভোলার বোরহানউদ্দিনে দক্ষিণ বাসস্ট্যান্ড এর কাছে প্রবাসী সিরাজ উদ্দিনের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় পাশে থাকা হাই বোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত ব্যক্তি হলেন, মোঃ সালাউদ্দিন (৩৫) চরগঙ্গাপুর ২নং ওয়ার্ড, হালদার বাড়ীর মোঃ আলতাব হোসেন এর ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক মশিউর রহমান সাদী জানান মৃত ব্যক্তির শরীরে অসংখ্য পোড়া ক্ষত দেখা গেছে। বিদ্যুৎয়ায়িত হয়ে হাসপাতালে আনার আগেই মৃত বরণ করেন এবং মৃত ব্যক্তিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং কোন প্রকার অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়৷