বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিতাবিথের গাড়িবহরে হামলা, ১০ নেতাকর্মী হাসপাতালে

তাবিথের গাড়িবহরে হামলা, ১০ নেতাকর্মী হাসপাতালে

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করে যাওয়ার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গাড়িবহরে হামলা অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তনজর ভ্যালী উল্টোপাশে এ হামলা চালানো হয়। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিল প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলের নির্বাচনীয় প্রচারণার অফিস উদ্ভোধন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্ভোধন করতে এসেছিলেন। অফিস উদ্ভোধন শেষে আমরা( তাবিথ আওয়াল, ফুটবলার আমিনুল হক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন) একই গাড়িতে ফিরছিলাম। তখন আমাদের গাড়িতে লাঠি সোটা নিয়ে হামলা করা করা হয়। এসময় আমার ১০-১২ জনকর্মী আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের কাউন্সিল প্রার্থী জাকির হোসেল বাবুলের অফিস পাশের ওখান থেকে তার কর্মীরা এ হামলা চালায়।
ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, ‘জুয়েল ভাই এর অফিস উদ্ভোধন করে, গাড়ি বহর ঢাকা ফার্মার গলি সামনে আসতেই তাবিথ আউয়ালের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মাঈনুল, সিরাজসহ প্রায় ১০ দশ আহত হন।
গাড়ি বহরের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের গাড়িও ছিল। তিনি জুয়েলের নির্বাচন পরিচলানা কমিটির দায়িত্ব পালন করেছেন। তাবিথ, জুয়েলসহ বিএনপির নেতাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments