শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারাজারহাটে ইউএনডিপির অর্থায়নে ২০০ পরিবারকে নগদ অর্থ ও সামগ্রী প্রদান

রাজারহাটে ইউএনডিপির অর্থায়নে ২০০ পরিবারকে নগদ অর্থ ও সামগ্রী প্রদান

এ.এস লিমন: কুড়িগ্রামের রাজারহাটে ইউএনডিপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুন:নির্মাণ ও মেরামতের জন্য মহিলা প্রধান পরিবারগুলোর মধ্য থেকে বাছাইকৃত ২০০ পরিবারকে নগদ অর্থ ও সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেনের সভাপতিত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সামগ্রী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন- ইউএনডিপির পরামর্শদাতা অর্ধে›ন্ধু শেখর রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ইউএনডিপির কুড়িগ্রাম প্রতিনিধি সানাউল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু প্রমূখ। উল্লেখ্য নগদ অর্থ ও সামগ্রী প্রদান অনুষ্ঠানে মহিলা প্রধান ২০০ পরিবারকে প্রত্যেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৭৫০০ টাকা নগদ অর্থ এবং ১টি করে মশারী,বেলচা,হাতুরি, ও করাতসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments