শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ২

ফুলবাড়ীতে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত, আহত ২

অমর চাঁদ গুপ্ত অপু/ মোস্তাক আহম্মেদ: দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাই নামক স্থানে গতকাল সোমবার সকাল সাতটায় ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন রিকশাভ্যান আরোহী। নিহত জাহাঙ্গীর আলম পার্বতীপুরের হাবড়া আরজি দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত দুইজন হলেন একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মহিবুর রহমান (৪৫) ও মৃত ফজর উদ্দিন সরকারের ছেলে ওবায়দুল সরকার (৪৭)। আহত দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিবুর রহমান ও ওবায়দুল সরকার তাদের জমির আলু ফুলবাড়ী হাটে বিক্রির জন্য জাহাঙ্গীর আলমের রিকশাভ্যান ভাড়া করেন। আলু নিয়ে ফুলবাড়ী হাটে আসার সময় বারাই নামক স্থানে কাচা রাস্তা থেকে আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় আকস্মিকভাবে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী কে এন্ড কে এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ট১৫-৫৬৭৬) ট্রাকটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশাভ্যান চালক জাহাঙ্গীর আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহতন আরোহী দুইজন। পরে পুলিশ নিহত জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments