বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলারাজধানীর ব্যবসায়ী পপি হত্যাকাণ্ডে জড়িত পুলিশসহ ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

রাজধানীর ব্যবসায়ী পপি হত্যাকাণ্ডে জড়িত পুলিশসহ ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

জয়নাল আবেদীন: রাজধানীর ব্যবসায়ী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তোশারফ হোসেন পপি হত্যাকান্ডে জড়িত পুলিশসহ ৩ আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারি কর্মকর্তা আরপিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার। আদালতের বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য গত ১১ জানুযারি রাজধানীর এনায়েতগঞ্জ লেন হাজীরবাগের ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটিভ তোশারফ হোসেন পপি তার বাসায় গৃহপরিচারিকার সন্ধান ও অর্থিক লেনদেনের বিষয়ে আলোচনার জন্য রংপুরে পুলিশ কনস্টেবল রবিউল হোসেনের কাছে আসেন। ওই দিন রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্টান্ডে এলে সেখান থেকে তাকে অপহরণ ও গুম করা হয়। অপহরণের ৯ দিন পর রোববার সকালে পুলিশ বদরগঞ্জের শ্যামপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় মামলা হলে পুলিশ মোবাইল ট্রাকিং করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রবিউলকে শুক্রবার রাতে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার দুলাভাই সাইফুল ও তাদের বাসার কাজের ছেলে বিপুলকে গ্রেপ্তার করে।তাদের দেয়া তথ্য মতে রোববার সকালে বদরগঞ্জের শ্যামপুর এলাকায় রবিউলের বড় বোন লাবণী আক্তারের বাড়ির পাশে একটি আখ ক্ষেত থেকে তোশারফ হোসেন পপির লাশ উদ্ধার হয়। ময়না তদন্ত শেষে সোমবার নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, আসামীদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments