বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ

কেন্দুয়ায় ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ভিল্ডিং ঘর ভাংচুর করে জমি দখলের চেষ্টার লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২জানুয়ারী) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে।

এ ঘটনায় জমির মালিক উপজেলার রোয়ালবাড়ি ইউনিয়নের মৃত আলী নেওয়াজের ছেলে অাজিজুল হক বাদী হয়ে
একই ইউনিয়নের সহিলাটী গ্রামের নজরুল ইসলাম(৫০),হৃদয় মিয়া(২২) ও রিয়াদ মিয়া(১৯) এর বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্ল্যেখ করেন, উপজেলার সাহিতপুর বাজারে পেরী সাহিতপুর মৌজায় ২২৫ দাগে অাধা শতাং জমি তিনি অাদালতে প্রিয়েসন মূলে মালিক হইয়া দোকান নির্মান করে ভাড়া দিয়ে তিনি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলেন।

গত বুধবার দুপুরে প্রতিপক্ষের
নজরুল ইসলাম,হৃদয় মিয়া ও রিয়াদ মিয়া। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার তৈরী করা ভেল্ডিং ঘর ভাংচুর করে।

এ ঘটনার সময় তার স্ত্রী সুফিয়া অক্তার বাধা দিতে গেলে প্রতিপক্ষের
নজরুল ইসলাম গংরা বাধা না মানিয়া তার ভেল্ডিং ঘরের পশ্চিম পার্শ্বের দেওয়াল ভাঙ্গিয়া ফেলে।
এবং তার স্ত্রী সুফিয়া অাক্তারকে খুন জখমের হুমকি দিয়া তাড়াইয়া দেয়।

এর পর থেকে প্রতিপক্ষের নজরুল ইসলাম গংদের ভয়ে তিনি তার জমিতে যাইতে পাচ্ছেন না।

অপর দিকে প্রতিপক্ষের নজরুল ইসলাম এর সাথে মঙ্গলবার (২৮ জানুয়ারী) সরজমিনে গিয়ে কথা হলে তিনি জানান,অাজিজুল হকের বিল্ডিং ঘর অামি ভাঙ্গিনি অাজিজুলের স্ত্রী সুফিয়া অাক্তার টাকা দিয়ে এলাকার সোবান মিয়া এবং সোহেল মিয়াকে দিয়ে ভাঙ্গিয়েছে।

এ বিষয়ে সোবান মিয়ার সাথে কথা হলে তিনি জানান, অাজিজুল হকের স্ত্রী তাদের বিল্ডিং ঘর তারা নিজেরাই অামাদেরকে টাকা দিয়ে ভাঙ্গিয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান,লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের প্রক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments