ধর্ষণ করে দম্ভ করা সেই তিন আসামি ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ প্রতিবেদক: গাজীপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিনজনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়। আদালত বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনেন।

শুনানি শেষে আসামি শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯) ও শরিফ মোল্লার (২০) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর এক আসামি আহসান ওরফে আহাসান কিশোর হওয়ায়, তার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে কিশোর আদালতে।

গত ১৫ জানুয়ারি ওই কিশোরীকে জন্মদিনের দাওয়াত দিয়ে একটি বাসায় ডেকে নিয়ে যায় ওই চারজন। কেক কাটার একপর্যায়ে ওই কিশোরীর কোমল পানীয়র গ্লাসে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয় তারা। কিশোরীটি অচেতন হয়ে গেলে ওই চারজন তাকে ধর্ষণ করে।

ওই ঘটনার পর মোবাইল ফোনে বিষয়টি স্বীকার করে দম্ভ প্রকাশ করে ওই চারজন জানায়, হয়তো এরপর থেকে কারাগারে থাকতে হতে পারে। গত শুক্রবার ওই চারজনের একজনকে গ্রেপ্তার করা হয় গাজীপুর থেকে। তার দেওয়া তথ্যে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয় ময়মনসিংহ থেকে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব জানান, ধর্ষণের ঘটনা অন্যদের কাছে প্রকাশ না করার জন্য ওই কিশোরীকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসআই সাকিব জানান, ওই ঘটনার পর ওই চারজন স্থানীয় একটি সেলুনে বসে ঘটনাটি প্রকাশ করে এবং নিজেদের পরিণতির কথা জানিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

গত ১৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। কিশোরীর স্বজনরা আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ১-এর কাছে সাহায্য কামনা করেন। র্যাব ১-এর সদস্যরা গত শুক্রবার রাতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন  ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূকে ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ

এদিকে কিশোরীর মা অভিযোগ করেন, এ ঘটনায় আসামিরা গ্রেপ্তার হওয়ার পর তাঁকে ও তাঁর পরিবারকে আসামিপক্ষের লোকজন নানা হুমকি দিচ্ছে।

Previous articleনির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা হচ্ছে: তাপস
Next articleকেন্দুয়ায় ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।