শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁ থানার সামনে ছিনতাই, বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম

সোনারগাঁ থানার সামনে ছিনতাই, বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের চেকপোষ্টের সামনের পর এবার থানার ৩০ গজের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর দল এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ২টি মোবাইল সেট, স্বর্ণের চেইন, নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সোনারগাঁও থানার সামনে ৩০ গজ দুরে ব্রিজের ওপারে ভবনাথপুর এলাকায় এ ছিনতাইয়ে ঘটনা ঘটে। আহত বিকাশ এজেন্ট মো: জুলহাস (২৮)কে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্ভাডভ্যানের হেলপার খুন হয়। এলাকাবাসী বলছে সোনারগাঁওয়ের আইনশৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছে। এভাবে থানা ও পুলিশ চেকপোষ্টের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকলে আমরা বাসা বাড়িতে নিরাপদ কিভাবে থাকবো। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও আহত পরিবারের সূত্রে জানা যায়, জুলহাস সোনারগাঁও থানার সামনে রাকিব টেলিকম নামের বিকাশ এজেন্ট ও ফ্লাক্সিলোডের দোকান খুলে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছিলো। সোমবার রাত সাড়ে ১০ টায় দোকান বন্ধ করে নিজের মোটরবাইক যোগে তার বাড়ি ভাটিবন্দর যাচ্ছিল। পথে সোনারগাঁও থানা সংলগ্ন ব্রীজের ওপারে ভবনাথপুর এলাকায় মোল্লা এন্টার প্রাইজ নামের বালুর গদির সামনে অতিক্রমকালে সিএনজি বেবীটেক্সী যোগে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীর দল জুলহাসের পথ গতিরোধ করে তার উপর হামলা চালায়। ছিনতাইকারীরা জুলহাসের ঘাড়ে, পিঠে, হাতে, পেটে,কুপিয়ে এবং ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এসময় জুলহাস জুলহাস মাটিতে লুটিয়ে পরে আত্মচিৎকার করলে এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারীরা জুলহাসের সাথে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা, দুটি মোবাইল সেট, গলায় থাকা একটি স্বর্ণেন চেইন লুট করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত জুলহাস উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার মো: শহীদুল্লার ছেলে। সোনারগাঁও থানার ওসি মনিরূজ্জামান জানান, ঘটনাটি রাতেই শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করতে আসেনি। তিনি বলেন, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments