বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় একজন মাহবুবুল আলম শখের নেশায় গড়ে তুলেছেন ব্যক্তিগত সংগ্রহশালা

উল্লাপাড়ায় একজন মাহবুবুল আলম শখের নেশায় গড়ে তুলেছেন ব্যক্তিগত সংগ্রহশালা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন মাহবুবুল আলম শখের নেশায় গড়ে তুলেছেন ব্যক্তিগত সংগ্রহশালা। অতীতকালের প্রায় ১১শ সামগ্রী তার সংগ্রহশালায় রয়েছে। সংগ্রহের সামগ্রী আরো বাড়ছে। রয়েছে বাড়ানোর পরিকল্পনা। তার সংগ্রহে আগের আমলে ব্যবহার হতো এমন অনেক কিছুই রয়েছে। গ্রামীন গৃহস্থলীর সামগ্রী আছে। যার প্রায় সবই এখন বিলুপ্ত ও ব্যবহার হয় না। এক কথায় তার সংগ্রহে কি নেই বলতে গেলে সবই আছে। উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বেতুয়া গ্রামের মাহবুবুল আলম ডাক বিভাগে চাকুরী করছেন। তিনি ছাত্র জীবনের ১৯৭৭ সাল থেকে অতীতকালে সামগ্রী সংগ্রহ শুরু করেন। দিনি দিন এসব সংগ্রহ করেছেন। বর্তমানে সংগ্রহের সংখ্যা প্রায় ১১ শ হবে বলে জানান। প্রায় ৪৩ বছরের সংগ্রহে রয়েছে বহু আগের আমলের বিভিন্ন মুদ্রা, কাসা, পিতল ও বোঞ্জের তৈরি তৈজস পত্রাদি, বিভিন্ন ধরনের পিতলের হুক্কা, প্রাচীন আমলের বাটখাড়া, পালকের কলম ও পিতলের কালীদানী, পিতলের পানবাটা, পানখিলান, আতরদানী, শরাবদানী। এসবের অনেক কিছুই আগের আমলে ব্যবহার হতো। আরো যে রয়েছে আগের দিনে ব্যবহৃত মাটির তৈজস পত্রাদি, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মাছ শিকার সামগ্রী। এছাড়া কৃষি কাজে অতীতে ব্যবহার হতো এমন অনেক কিছুই তার সংগ্রহে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, তার একটি বসত ঘরে বড় ধরনের কয়টি আলমারিতে এসব সামগ্রী রাখা আছে। অনেক কিছুই ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো ঘর সংগ্রহের সামগ্রীতে একেবারে ভরপুর হয়ে আছে। প্রাচীনকালের চামড়ায় বাধানো মলাটে একটি পবিত্র কোরআন শরীফ ও বহু পুরাতন বই রয়েছে। এসবের পাশাপাশি হাল আমলের অনেক কিছুই তিনি সংগ্রহে রেখেছেন। যার অনেক কিছুরই ব্যবহার কমে এসেছে। আবার ব্যবহার হচ্ছে না সহজে পাওয়া যায় না। মাহবুবুল আলম জানান, অতীতকালের সামগ্রী মনের খায়েশে সংগ্রহ করে আসছেন। তিনি আগের আমলের কোন খোঁজ পেলে তা টাকা দিয়ে কিনে এনে সংগ্রহে সাজিয়ে রাখেন। এসব মেলাতে বিভিন্ন এলাকার কাসা পিতলের দোকানী, পুরাতন সামগ্রী কেনা-বেচা দোকানীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি নিজ বসত বাড়িতেই পাকা দোতলা ভবনে বড় একটি কক্ষে এসব সামগ্রী রাখার পরিকল্পনা নিয়ে বেশ এগিয়েছেন। তখন আগ্রহীদের দেখতে ও জানতে সুবিধা হবে। তার সংগ্রহের সামগ্রী কেউ দেখলে তিনি খুশি হন। এসব দেখতে প্রায়ই তার বাড়িতে লোকজন আসে। চাকুরীর ব্যস্ততার মাঝেও তিনি সব দেখান ও পরিচিতি জানান। তিনি আরো বলেন, এসব দেখে আগামী প্রজন্ম অতীতকালের শত শত বছর আগের ব্যবহৃত সামগ্রী দেখে অনেক কিছুই শিখতে ও জানতে পারবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments