খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত সেই ৪ জনকেও আসামি করল বিজিবি!

বাংলাদেশ প্রতিবেদক: খাগড়াছড়িতে গাছকাটাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে গ্রেফতার আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী বাদী হয়ে মাটিরাঙা থানায় ১৯ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৭০ জনকে আসামি করে মামলা করেন। সংঘর্ষে নিহত ৪ গ্রামবাসীকেও মামলায় আসামি করা হয়েছে।

এদিকে মামলার বাদীর বিরুদ্ধে গ্রামবাসীকে গুলি করে হত্যার অভিযোগ করেছেন স্থানীয়রা।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে। গত মঙ্গলবার সকালে মাটিরাঙা উপজেলার গাজীনগর এলাকায় ৪টি কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হন।

Previous article১২ দিন লড়াই করে সাতক্ষীরার সেই দগ্ধ গৃহবধূর মৃত্যু
Next articleএমপির বিরুদ্ধে আপত্তিকর তথ্য, আ.লীগ নেতা কারাগারে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।