শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে ৮৭২: গণপরিবহনসহ ব্যাবসা-বানিজ্য বন্ধ

লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে ৮৭২: গণপরিবহনসহ ব্যাবসা-বানিজ্য বন্ধ

তাবারক হোসেন আজাদ: করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের মতো লক্ষ্মীপুরে গণপরিবহনসহ ব্যাবসা বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সড়কসহ গ্রামের সড়কগুলোতে দু-একটি মোটরসাইকেল ও অটোরিক্সা ছাড়া কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। বিভিন্ন স্পটে আইশৃংখলাবাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। কোন যানবাহন দেখলেই পুলিশ সদস্য জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন , কোথায় যাচ্ছেন ? গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার রাত থেকেই উপজেলার সড়কগুলোতে গনপরিবহন কম দেখা যায়। সকাল ৯টা থেকে দুপুর ৫টা পর্যন্ত পৌরসভাসহ ৫ ইউনিয়নের সড়কসহ ব্যাবসা-বানিজ্য বন্ধ রয়েছে। লোকজনও কম দেখা গেছে সড়কে। তারা বাসাবাড়িতেই অবস্থান নিয়ে আছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া দিনমজুর মানুষের মাঝে আতংক বিরাজ করছে। লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গফফার বলেন,হাসপাতালে গত দুদিন রুগি আসছে না। ৮৭২ জন প্রবাসফেরত হোমকোয়ারেন্টনে আছেন। আইসোলেশনের জন্য ৫ উপজেলা হাসপাতালে ১০০ সীট বরাদ্ধ রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৭ টি ভবন প্রস্তত রাখা হয়েছে। সরকার থেকে পিপিই না আসায় নিজেরাই তৈরি করে এবং জনপ্রতিনিধিদেও কাছ থেকে নিয়ে ব্যাবহার করা হচ্ছে। লক্ষ্মীপুর পুুলিশ সুপার ডক্টর এএইচএম কামরুজ্জামান বলেন,সড়কে গনপরিবহন বন্ধ রাখতে এবং হোমকোয়ারেন্টনে থাকা ব্যাক্তিদের বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে টহল দেয়া হচ্ছে। এছাড়াও জনসচেনতায় কাজ করছেন পুলিশ প্রশাসন। লক্ষীপুর জেলা প্রশাসক অনজন চন্দ্র পাল বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলায় ৮৭২ জন হোমকোয়ারেন্টানে আছেন। হোমকোয়ারেন্টনে থাকা ব্যাক্তিদের বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে টহল দেয়া হচ্ছে। এছাড়াও জনসচেনতায় কাজ করছেন জেলা ও পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments