শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সরকারি, বেসরকারি এবং ব্যাক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

রংপুরে সরকারি, বেসরকারি এবং ব্যাক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জয়নাল আবেদীন: করোনার কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় দিশেহারা রংপুরের নিম্নআয়ের মানুষ। এমন পরিস্থিতিতে রংপুর জেলার সবর্ত্র সরকারি, বেসরকারি সংস্থা বিভিন্ন রাজনৈতিকদল এমনকি ব্যাক্তিগত উদ্যোগে নিম্নআয়ের মানুষ সহ দুস্থদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে । সোমবার দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান সরকারী জিআর প্রকল্পের আওতায় দুই হাজার অসহায় দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করছেন।উপজেলার সকল মেম্বারদের নিয়ে তালিকার মাধ্যমে কেউ যাতে না খেয়ে থাকে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাহবুবার রহমান মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধানসহ ইউপি মেম্বারগন। রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক মোঃ আলী হোসেন ছোট বাবু তার ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ১০দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরনের কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির চতুর্থ দিনে সোমবার নগরীর বিভিন্ন এলাকার প্রায় ৪শ পরিবারের মাঝে জায়নামাজ, চাউল, ডাল, আলু, মরিচ, পিয়াজ, টমেটো, সাবান ও মাস্কসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেন তিনি। যা ৪ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দুর্যোগময় সময়ে নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি রংপুরের অসহায় মানুষদের সাহস জোগাতে কাজ করছি, আপনি কিংবা আপনারাও করুণ এবং অসহায়দের পাশে থাকুন। নিত্যপণ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ২৩.২৪ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, শ্রমিক নেতা মোজাহেদুল ইসলাম মন্টু ও হুমায়ুন কবীর মিঠু, খোকন মুন্সি । এদিকে মহানগর জাতীয় যুব সংহতি অসহায় দু:স্থদের পাশে দাড়িয়েছে। রংপুর মহানগরীর বিভিন্নস্থানে ২ শতাধিক অসহায় দু:স্থ ও শ্রমজীবি মানুষের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সাথে ডাল ও সাবানও দেয়া হয় তাদের। অপরদিকে জেলা ছাত্রদল এবং যুবদলের পক্ষ থেকে সোমবার ৫শতাধিক দরিদ্র মানুষের মাঝে চাল ডাল, লবন আটা তেল পিয়াজ সহ অন্যান্য পণ্য বিতরন করা হযেছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments