শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলার ২ হাজার মোটর শ্রমিকদের মাঝে খাদ্যপণ্য বিতরণ শুরু

রংপুর জেলার ২ হাজার মোটর শ্রমিকদের মাঝে খাদ্যপণ্য বিতরণ শুরু

জয়নাল অবেদীন: করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে দেশে চলছে সাধারণ ছুটি। ফলে বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ সব ধরনের পরিবহন। এমন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া মোটর শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।এমন সংকটময় পরিস্থিতি রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ৫৩ টি শাখার প্রায় দুই হাজার কর্মহীন মোটর শ্রমিকদের পাশে দাড়িয়েছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক এম এ মজিদ।তিনি রংপুর জেলার দুই হাজার মোটর শ্রমিকদের চাল,আটা, আলু, ডাল, তেল,লবণ, সাবানসহ খাদ্য সামগ্রী দেয়ার কর্মসূচী গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর মর্ডাণ মোড় শাখা মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, মর্ডাণ মোড় শাখার সভাপতি সাগর হাসান হাবিব, সাধারণ সম্পাদক ফজলুল হক, মেডিকেল মোড় শাখার সাধারণ সম্পাদক শাহ জাহান সিরাজসহ মোটর শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবিস্থত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরনের পর মেডিকেল মোড়, পীরগঞ্জ, জায়গীরহাট শাখায় মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যা পর্যায়ক্রমে রংপুর জেলার ২ হাজার মোটর শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে জানানো হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments