শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাএকুশে টিভির জন্ম দিনে এনায়েতপুরে অভাবীদের খাদ্য সামগ্রী উপহার

একুশে টিভির জন্ম দিনে এনায়েতপুরে অভাবীদের খাদ্য সামগ্রী উপহার

মারুফা মির্জা: ‘পরিবর্তনে অঙ্গীকার বদ্ধ’ শ্লোগান নিয়ে বাংলাদেশ তথা বিশ্বের বাঙলা ভাষা-ভাষীদের সারা জাগানো টিভি একুশে টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সিরাজগঞ্জে ব্যতিক্রম আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। করোনা প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরাম দিনটি পালন করে। মঙ্গলবার সকালে জেলার এনায়েতপুর থানার গোপিনাথপুর ঈদগা ময়দানে প্রথম পর্যায়ে ২৫০ জন বেকার অসহায় শ্রমজীবি পরিবারের মাঝে ডাল, ডিম, ময়দা, আলু, লবন ও সাবান বিতরন করা হয়। তবে হাতে হাতে নয়। মাঠের এক পাশে সাজিয়ে রাখা এসব খাদ্য সামগ্রীর প্যাকেট গুলো ১০ ফুট সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজেরাই একটি করে তুলে নেয় অভাবীরা। এর আগে স্বেচ্ছাসেবীরা সামাজিক দুরত্ব বজায় রাখতে পুরো মাঠ জুড়েই নিদিষ্ট সীমারেখা একে দেন। সে অনুযায়ী অসহায় মানুষ গুলোকে প্রবেশ পথে জীবানু নাশক স্প্রে করানো হয়। এরপর লম্বা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে এসব খাদ্য সামগ্রী গ্রহন করে। ত্রান বিতরন কালে একুশে ফোরামের উপদেষ্টা আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মোজাম্মেল হক, থানা যুবলীগের সভাপতি খোরশেদ আলম সরকার, ইটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা। এসময় আয়োজকরা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রিয় ও জাতীয় সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেই হিসেবে আমাদের একুশে টিভির জন্মদিন অনুষ্ঠানও বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। তবে তা মেনে আমরা ভিন্ন ভাবে দিনটি পালন করেছে অভুক্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়ে। এতে আমরা যেমন ইটিভির জন্মকে স্মরণ করেছি। তেমনি অসহায়দের মুখে খাদ্য তুলে দিতে পেরে গর্ববোধ করছি। ব্যতিক্রম সামাজিক দুরত্বের এমন আয়োজন এলাকা জুড়ে সবার দৃষ্টি কেড়েছে। ত্রান গ্রহীতারাও সন্তষ্ট প্রকাশ করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments