আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তায় ৬’শ কেজি চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ গ্রামের দু’টি বাড়ি থেকে চাউলগুলো উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম মিয়া পালিয়ে গেছে।এসময় বাড়ির মালিক চলতবাইদ গ্রামের দারোগ আলীর ছেলে হাছান মিয়া ও মৃত ইসমাইল মিয়ার ছেলে ঠান্ডু মিয়াকে আটক করা হয়। জানাগেছে, সখীপুর উপজেলার ভাতকুড়া বাজারে খাদ্যবান্ধব ১০ টাকা কেজি মূল্যের চালের ডিলার এসএম ইব্রাহীম ওই দু’টি বাড়িতে গত শনি ও রোববার রাতে অটোভ্যান যোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করেছেন।এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই দু’টি বাড়িতে অভিযান চালায়।এসময় ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তায় ৬’শ কেজি চাল উদ্ধার করা হয়।অভিযানের খবর পেয়ে ডিলার এসএম ইব্রাহীম মিয়া পালিয়ে যায়।আটক করা হয় দুই বাড়ির মালিককে। টাঙ্গাইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি,দক্ষিণ) শ্যামল দত্ত জানান,আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হচ্ছে।পলাতক ডিলারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।