বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে ওসির সেই কাটা গাছটি উদ্ধার করেছে তদন্ত কমিটি

এনায়েতপুরে ওসির সেই কাটা গাছটি উদ্ধার করেছে তদন্ত কমিটি

মারুফা মির্জা: লকডাউনে জনজীবন স্থবিরতার সুযোগ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজের ইন্ধনে থানার পুকুর পাড় হতে কাটা মুল্যবান গাছটি উদ্ধার করেছে পুলিশ সুপারের গঠিত তদন্ত কমিটি। থানার অভ্যান্তরে ও পাশ্ববর্তী এলাকা থেকে মেহগনি গাছের গুড়ি গুলো উদ্ধার করা হয়। এদিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে থানার গাছ টাকা ও তা আত্বসাতের চেষ্টার ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। জানা যায়, ২০০১ সালের ১৪ জুলাই নির্মিত এনায়েতপুর থানা ভবনের পশ্চিম পাশে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটি বছর ভেদে মাছ চাষের জন্য লিজ দিয়ে আসছে পুলিশ। অন্তত ২০/২৫ বছর আগে পুকুর পাড় জুড়ে লাগানো মুল্যাবান মেহগনি ও ইউক্যালেপটার্স গাছ গুলো বেশ বড় হয়ে উঠেছে। চলমান করোনা পরিস্থিতিতে পুরো এনায়েতপুর থানা জুড়ে লকডাউনের আওতাভুক্ত হওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় অনেকটা নিরব এলাকা। সে তুলনায় থানার পুকুর পাড় আরো জনশুন্য। হঠাৎ ঝড়ে একটি বড় মুল্যবান মেহগনি গাছ হেলে পড়ে। এই সুযোগে থানার ওসির মোল্লা মাসুদ পারভেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২৯ এপ্রিল গভীর রাতে গোপনে তার দালাল মুজাম্মেল হক মুজামকে দিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মুল্যের গাছটি কেটে ফেলে আত্বসাতের চেষ্টা করা হয়। থানার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যের মাধ্যমে এ নিয়ে অভিযোগ উঠে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গুরুত্ব সহকারে আমলে নেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। তার নির্দেশে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীরকে তদন্ত করতে বলা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় থানার অভ্যান্তর ও পাশ্ববর্তী এলাকা থেকে গাছের গুড়ি গুলো উদ্ধার করে থানায় আনা হয়। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান এএসপি শাহীনুর কবীর জানান, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত কিছু বলা যাবেনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments