বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কামাল সিদ্দিকী: করোনা উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল সরকার (৫৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: সালেহ মুহাম্মাদ আলী জানান, রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাবনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা উৎপল সরকার হাসপাতালে ভর্তি হন। ওই দিনই রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জনর‌্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হবে। এদিকে জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ডা. আব্দুর রহিম মৃধা জানান, গেল ২৪ ঘন্টায় আরও ১১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে পাবনা জেলায়। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্ত রোগী সংক্যা দাঁড়িয়েছে ২০১ জনে। সুস্থ হয়েছেন কমপক্ষে ১০ জন। আর করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments