বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাকরোানার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সংবাদপত্র পৌছে দিচ্ছেন প্রফেসার হকার খ্যাত ইসাহাক শরীফ

করোানার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সংবাদপত্র পৌছে দিচ্ছেন প্রফেসার হকার খ্যাত ইসাহাক শরীফ

রেদোয়ান হোসেন: করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সঠিক সংবাদটি মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসচেতনতার কাজটি করে যাচ্ছেন বাবুগঞ্জের প্রফেসর হকার খ্যাত ইসাহাক শরীফ। প্রতিটি দিনই জীবনের ঝুঁকি নিয়ে সুরক্ষিত উপায় সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন তিনি। ৩৪ বছরের অধ্যাপনা শেষে মানুষের মাঝে তথ্য জ্ঞান পৌঁছে দিতে তার এই প্রয়াস। করোনার ঝুঁকির মধ্যে ঘরে বন্ধি না থেকে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে জনসচেতন করার কাজটি করে যাচ্ছেন তিনি। কেবল অর্থ উপর্জন নয় , যারা ছোট কাজ করতে অপমানিত বোধ করেন তাদের জন্য উদাহরণ সৃষ্টি করতে কাজ বেছে নিয়েছেন তিনি। ২০০৯ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আবুল কালাম ডিগ্রি কলেজ শিক্ষকতা থেকে অবসরের পর ২০১৬ সালের ১ মে থেকে জ্ঞানের ফেরিওয়ালা (হকার) পেশা বেছে নেন তিনি। হকারি করে কমিশনে প্রতিদিন প্রায় ৪শ’ টাকা আয় করেন তিনি। কিছু টাকা আজীবন বাকি থেকে যায় বলে আক্ষেপ নেই তার। আয়ের একটি অংশ শিক্ষায় উৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের জন্য ব্যয় করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে গিয়ে ‘পড়ুন শিখুন, জীবন গড়ুন’ বলে শিক্ষার্থীদের জ্ঞানার্জনে উৎসাহিত করেন তিনি। বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামের কৃষক আবুল কালাম শরীফ ও গৃহিনী জামেনা খাতুন দম্পত্তির ছেলে ইসাহাক শরীফ ১৯৭১ সালে ভোলা সরকারি কলেজ থেকে বিএসসি এবং ৭৩ সালে (পরীক্ষা হয় ৭৫ সালে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। সে বছরই নিজ এলাকার আবুল কালাম ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক পদে যোগ দেন তিনি। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হয়। সরকারি আবুল কালাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা জাহান বলেন, কাজকে লজ্জা না করে তিনি বৃদ্ধ বয়সে ঘরে বসে না থেকে গ্রামে গ্রামে পত্রিকা বিলি করে ভালো কাজ করছেন। এতে গ্রামাঞ্চলের মানুষ তথ্য-জ্ঞান সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম তার কর্মকান্ডে উৎসাহিত হবে বলে প্রত্যাশা করেন অধ্যক্ষ আফরোজা জাহান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments