বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাপাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে চক্ষু চিকিৎসকের জরিমানা

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে চক্ষু চিকিৎসকের জরিমানা

কামাল সিদ্দিকী: পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় আলমগীর হোসেন নামের এক চক্ষু চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাদাত রত্ন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, অভিযোগের ভিত্তিতে চাটমোহর পৌর এলাকার জিরো পয়েন্টে চক্ষু চিকিৎসক আলমগীর হোসেনের চেম্বারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষনের দায়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২২ উপ-ধারা ১ এর শর্ত ভঙ্গ করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। পরে আলমগীর হোসেন আদালতে নগদ অর্থ প্রদান করে মুক্ত লাভ করেন। অভিযান পরিচালনার সময় পাবনা জেলা এনএসআই সহকারী পরিচালনক এইচ এন ইমরান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার জানান, আলমগীর হোসেন শুধু চোখের পাওয়ার মেপে চশমার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু তিনি রীতিমত চেম্বার খুলে আয়ুর্বেদিক, এলোপ্যাথি ঔষধের ব্যবস্থাপত্র লিখতেন। তার সনদ যোগ্যতা অনুযায়ী তিনি এটা করতে পারেন না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments